‘কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখি, একদল বাবুই পাখি ব্যস্ত তাদের বাসা বানাতে।’
Published : 21 Apr 2025, 09:25 PM
প্রতিদিনের মতই বের হয়েছিলাম প্রকৃতির দৃশ্য উপভোগ করতে। তবে সেদিন ঘোরাঘুরির অভিজ্ঞতা ছিল একদম আলাদা।
প্রায় দুই বছর পর আমার মামাতো ভাই প্রবাস থেকে ফিরেছে। তাই তাকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হই। আড্ডা আর ঘোরাঘুরির জন্য আমরা যাই নওগাঁর আত্রাই উপজেলার বেওলা গ্রামে।
পড়ন্ত বিকেলে আত্রাই থেকে সিএনজিতে চড়ে পৌঁছে যাই সৌন্দর্যে ঘেরা বেওলা গ্রামে। সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেলাম তালগাছের মাথায় ঝুলছে লম্বা আকৃতির সুন্দর বাসা। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখি, একদল বাবুই পাখি ব্যস্ত তাদের বাসা বানাতে।
শুনেছি বাবুই পাখিরা গ্রীষ্মকালে বংশবিস্তার করে এবং এই সময়টায় বাসা তৈরি করে। এখন তো খুব একটা বাবুই পাখির দেখা মেলে না। তাই এমন দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল আমার।
পাশেই ছিল শস্যভরা মাঠ। সেখান থেকে তারা খাবার হিসেবে ধান, পোকা,ঘাস আর ছোট ছোট পাতা সংগ্রহ করে বাসায় নিয়ে সংরক্ষণ করছিল।
তাদের বাসাগুলো এতটাই সুন্দর যে,না দেখলে বিশ্বাস করা কঠিন। মনে হচ্ছিল, বাবুই পাখিদের বাসা যেন বেওলা গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
বিকেল শেষে সন্ধ্যা ঘনিয়ে এলেও বাসায় ফিরতে মন চাইছিল না। তবুও বাবুই পাখিদের বিদায় জানিয়ে ফিরে এলাম।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।