কর্মশালায় একদল তরুণকে হাতে-কলমে বায়ুমান পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখার কৌশল শেখানো হয়েছে।
Published : 30 Aug 2025, 09:08 PM
রাজধানীতে দুই দিনব্যাপী বায়ুমান পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে এ কর্মশালা হয়।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ন্যাশনাল অ্যালায়েন্স অন সিটিস ফর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ এবং সেইভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো ক্যাপসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় একদল তরুণকে হাতে-কলমে বায়ুমান পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখার কৌশল শেখানো হয়েছে। সমাপনী দিনে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
সনদ বিতরণের আগে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক এম. ফিরোজ আহমেদ বলেন, “বায়ুদূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সঠিক নীতি গ্রহণ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আর যুবারা এই দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসলে খুব দ্রুতই দেশের বায়ুমান উন্নত করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।”
ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, “জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলেও বায়ুমান পর্যবেক্ষণসংক্রান্ত তেমন কোনো প্রশিক্ষণ লক্ষ্য করা যায় না। তাই দেশের স্বার্থে এবং নিজের সুরক্ষার জন্য বায়ুদূষণ সম্পর্কে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম, স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাহমুদা পারভীন, সহকারী অধ্যাপক মাহমুদা ইসলাম, প্রভাষক নাছির আহম্মেদ পাটোয়ারী, সেইভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ব্যবস্থাপক (রেজিলেন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ) নাসরিন আক্তার, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক এরশাদুল হক, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম এবং ক্যাপসের প্রধান গবেষক (দূষণ ও জলবায়ু পরিবর্তন) মারজিয়াত রহমান।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।