মিছিল ও মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
Published : 18 Mar 2025, 09:46 PM
দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও পাশবিক নির্যাতনের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন রা হয়।
এর আগে সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল ও মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায় এবং স্লোগান দেয়।
এই কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারীদের ওপর পাশবিক নির্যাতন হলেও বিচার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। শুধু গ্রেপ্তার নয় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীরা নারী নির্যাতনের ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানায়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।