আমি বন্ধুত্বকে দেখি অক্সিজেনের মতো।
Published : 07 Aug 2022, 07:05 PM
বন্ধু শব্দটি যতই ছোট হোক, এর গভীরতা অনেক বেশি। এই শব্দের মাঝে যেন মিশে আছে সহজ-সরল অনুভূতি, বিশ্বস্ততা আর নির্ভরতার মায়া।
শৈশব থেকে বৃদ্ধকাল- জীবনের সব ক্ষেত্রে, প্রতিটি মুহুর্তে বন্ধু তৈরি হতে পারে। আমার কাছে মনে হয়, বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না। একে সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না।
বন্ধু মানে শুধু মজা করা বা আড্ডা দেওয়া নয়। বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধু মানে একে অপরের খুশিতে খুশি হওয়া। বন্ধু মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমার জীবনে বন্ধুদের গুরুত্ব ঠিক কতটুকু তা বলে বোঝানো সম্ভব নয়।
আমি বন্ধুত্বকে দেখি অক্সিজেনের মতো। যে কথা কাউকে বলা যায় না, সেই গোপন কথা নিশ্চিন্তে বলা যায় বন্ধুর সঙ্গে। অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না, ঠিক তেমনি বন্ধু ছাড়াও হয়ত বাঁচা যায় না বলে আমার ধারণা।
আমি পরিবারের বাইরে যে মানুষটির সাথে দিনের বেশিরভাগ সময় ব্যয় করে করে থাকি সে হলো আমার বন্ধু। তাই আমার জীবনে কিংবা সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ মানুষ হল বন্ধু। বন্ধুর পাশে এগিয়ে আসার মধ্যে কৃতিত্বও থাকে। তাইতো প্রচলিত প্রবাদ আছে- বিপদে বন্ধুর পরিচয়। আসলেও তাই।
বর্তমান প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বন্ধু তৈরি হয়ে থাকে আমাদের। আমি মনে করি, এসব বন্ধুত্বের স্থায়িত্ব খুব বেশি হয় না। এসব বন্ধুত্বে বিশ্বাস ও আস্থার জায়গাটাও সংকীর্ণ হয়। খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় বিশ্বস্ত বন্ধু।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।