বর্ণবাদ শুধু গায়ের রং বা জাতিগত ভেদাভেদের কারণে ঘটে না, লিঙ্গ পরিচয়, ভাষা ও জাতীয়তা, আঞ্চলিকতা, ধর্মীয় পরিচয়সহ আরো অনেক কিছুতে বর্ণবাদী আচরণ প্রকাশ পায়।
Published : 24 Mar 2025, 10:01 PM
যৌথ পরিবারে জন্ম নেওয়া একজনকে চিনি আমি। শুনেছি গায়ের রং কালো বলে তার আগমনের আনন্দ ম্লান গিয়েছিল।
পরিবারের মধ্যে সবচেয়ে শ্যামলা বর্ণের হওয়ায় ছোটবেলা থেকেই তাকে নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় আদর-যত্নও পেত কম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে, এই বৈষম্য তার সারা জীবনের সঙ্গী।
পরিবারের বৈষম্যমূলক আচরণ সহ্য করতে না পেরে এক সময় সে আলাদা হয়ে যায় এবং বঞ্চিত হয়ে পড়ে পারিবারিক উত্তরাধিকার থেকেও।
এই তো গেল আমার চোখে দেখা আমাদের সমাজের এক বাস্তব চিত্র। তাহলে, বর্ণবাদ কি শুধুমাত্র গায়ের রঙের ভিত্তিতে মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করা, নাকি এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত?
বর্ণবাদ কি শুধু আমাদের সমাজের সমস্যা, নাকি উন্নত দেশগুলিতেও এর উপস্থিতি রয়েছে?
সাল ২০২০। পুরো বিশ্ব তখন স্থবির হয়ে আছে করোনাভাইরাস মহামারির মধ্যে। ২৫ মে, যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের এক খাবার দোকানে বসেছিলেন ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড। জাল টাকা প্রদানের অভিযোগে পুলিশ তাকে আটক করে। মাটিতে ফেলে তার ঘাড়ে হাঁটু গেড়ে বসে এক মার্কিন পুলিশ কর্মকর্তা।
এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন ১৭ বছর বয়সী প্রত্যক্ষদর্শী ডার্নেলা ফ্রেজিয়ার। দ্য নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে আমি এই ভিডিওটি দেখেছি। ফ্লয়েড বারবার বলেছিলেন, “আমি নিঃশ্বাস নিতে পারছি না।” কিন্তু তাকে উপেক্ষা করা হয় প্রতিবার। কয়েক ঘণ্টা পর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মহামারির মধ্যেও এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে গণবিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এটি প্রথম নয়, পৃথিবীতে বহুবার বর্ণবাদী ঘটনা ঘটেছে।
বর্ণবাদ শুধু গায়ের রং বা জাতিগত ভেদাভেদের কারণে ঘটে না, লিঙ্গ পরিচয়, ভাষা ও জাতীয়তা, আঞ্চলিকতা, ধর্মীয় পরিচয়সহ আরো অনেক কিছুতে বর্ণবাদী আচরণ প্রকাশ পায়।
এই বৈষম্যমূলক মনোভাব আমরা নিজেরাই সৃষ্টি করি। গায়ের রং, উচ্চতা, জাতিগত ভেদাভেদ ও ধর্মীয় মত পার্থক্যের কারণে অনেক সময় নিজের অজান্তেই বর্ণবাদকে উস্কে দিই।
মানুষের অন্তরের সৌন্দর্যকে উপেক্ষা করে শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে বিচার করা একটা বড় অপরাধ। পাশাপাশি, জাতি, ভাষা ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করাও অন্যায়। এই অন্যায়গুলো রুখতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। রুখে দাঁড়াতে হবে সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের চিন্তাধারাকে আরও উন্নত করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।