‘আমরা সেখানে চড়ুইভাতির আয়োজন করেছিলাম।’
Published : 06 Apr 2025, 07:18 PM
ঈদে এবার বেশ দীর্ঘ একটা ছুটি পেয়েছিলাম। তাই পরিবারের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি।
আমাদের বেশিরভাগ আত্মীয়-স্বজনই চাঁপাইনবাবগঞ্জে থাকেন। সদর উপজেলায় যারা থাকেন সাধারণত তাদের বাড়িতেই আমাদের বেশি যাওয়া হয়। দূরের আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ খুবই কম হয়।
তাই এবার আমরা ঠিক করি যে, দূরের স্বজনদের দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। ঈদের পরদিন আমরা সবাই গিয়েছিলাম জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে। সেখানে আমাদের কয়েকজন আত্মীয়ের বাড়ি।
এই এলাকার গ্রামীণ পরিবেশ ছিল মনমুগ্ধকর। আমাদের আত্মীয়ের বাসার পেছনেই ছিল একটি বাগান। বাগানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আম আর লিচুর বড় বড় গাছ। গাছগুলো মুকুল ও ছোট ছোট মৌসুমী ফলে ভরে গেছে।
সেদিন বিকেলে আমরা গিয়েছিলাম চৌডালা সেতু দেখতে। তখন সেখানে মানুষের সমাগম অনেক ছিল। সবাই নৌকায় সেতুর এপার-ওপার যাতায়াত করছিল।
সেতুতে ছিল অনেক ভ্যানগাড়ি। ভ্যানে করে কেউ বিক্রি করছিলেন বাদাম, কেউ বা ফুচকা ও অন্যান্য খাবার। ভ্যানগুলোর সামনে ভ্রমণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
ঈদের তৃতীয় দিন আমরা শিবগঞ্জ উপজেলায় গিয়েছিলাম আরেক আত্মীয়ের বাড়িতে। সেখানে সারা দিনই কেটেছে আমবাগানে। আমরা সেখানে চড়ুইভাতির আয়োজন করেছিলাম।
সত্যিই এবারের ঈদটা আমি খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। অনেক বছর পর ঈদের ছুটিতে এভাবে ঘুরতে পেরে খুব ভালো লেগেছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।