যত দূর চোখ যায় দূরে শুধুই দেখি একের পর এক দালান আর বড় বড় ভবন।
Published : 08 Apr 2025, 07:09 PM
ঘরের জানালার পাশে বসে বিকেলে গান শুনতে খুবই ভালো লাগে। জানালার ঠিক পাশেই বড় একটি পার্ক তৈরি হচ্ছে। সেখানে এখন থেকেই অনেকে খেলাধুলা করে।
আমি যখন ওদের খেলতে দেখি তখন আমার রঙিন শৈশবের কথা মনে পড়ে যায়। আমি প্রায় ১১ বছর বগুড়াতে ছিলাম। সেখানে আমার অনেক বন্ধু ছিল। বিকেল হলেই সবাই মিলে বাইরে যেতাম। আমাদের হাসি-ঠাট্টায় পুরো ভবন গমগম করত।
এখন আর সেভাবে বিকেলে বাইরে যাওয়ার সুযোগ হয় না। সাভারে আসার পর এখনো বন্ধুদের তেমন দল হয়নি।
স্কুল থেকে ফিরে গৃহশিক্ষকের কাছে পড়তে হয়। তাই বাইরে বের হওয়াটা কমে গেছে। অবসরে তাই জানালার পাশে বসে যখন শিশুদের খেলতে দেখি তখনই পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে যায়।
আমার জানালা দিয়ে সবচেয়ে বেশি বাতাস আসে। গ্রীষ্মকালেও ঘরে ঠান্ডা হাওয়া ঢোকে। এই ফুরফুরে বাতাসে মন ভালো হয়ে যায়।
মন খারাপ হলে আমি জানালার পাশে বসেই বই পড়ি, দাবা খেলি বা গান শুনি।
আমি জন্ম থেকেই সেনানিবাসে বড় হয়েছি। এখানকার পরিবেশ আমার খুব প্রিয়। বাইরে যেমন ধুলাবালি বা যানজট আছে, এখানে তা নেই। চারপাশে সবকিছুই শান্ত ও গোছানো।
যত দূর চোখ যায় দূরে শুধুই দেখি একের পর এক দালান আর বড় বড় ভবন। তবুও আমার ঘরের জানালা দিয়ে ফুরফুরে বাতাস উপভোগ করতে করতে যতটুকু প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা সত্যিই মনোমুগ্ধকর।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।