শুধু এবার নয়, আমার ঈদ সবসময় ভালো কাটে।
Published : 07 Apr 2025, 08:58 PM
প্রতি বছর ঈদের আগের দিন আমরা দাদুবাড়ি চলে যাই। সেখানেই আমাদের ঈদ কাটে। এবারও দাদুবাড়িতেই ঈদ কেটেছে আমার।
আমার ফুপু ও ফুপাতো ভাই বোনেরাও এখানে ঈদ করেন। তারাও ঈদের আগে চলে আসেন বাড়িতে। দাদুবাড়িতে পৌঁছা মাত্রই আমাদের ঈদের আনন্দ শুরু হয়।
আমরা ভাইবোনেরা অনেক আনন্দ করি। এ সময়ে মা, ফুপু ও দাদি মিলে নানা রকমের পিঠা বানান পিঠার গন্ধে ঘর ভরে যায়।
এবার ঈদের দিন আমি, বাবা ও আমার ফুপাতো ভাই মিলে ধরলা সেতুর তীর ও ঈদের মেলায় ঘুরতে যাই। তারপর আমাদের গ্রামের চারপাশ ঘুরে দেখি।
ঈদের দিন দাদুবাড়িতে অনেক প্রতিবেশীরা আসেন। তাদের সঙ্গে গল্প করেও অনেক সময় কাটে আমাদের।
শুধু এবার নয়, আমার ঈদ সবসময় ভালো কাটে। তাই আমি এই দিনগুলোর অপেক্ষায় থাকি।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: কুড়িগ্রাম।