ঈদের পরদিন বিকেলে পরিবারের সবাই মিলে স্মৃতিসৌধে গিয়েছিলাম।
Published : 06 Apr 2025, 08:57 PM
বাবার চাকরির জন্য আমরা সাভারে থাকি। আর এবারই এখানে প্রথম ঈদ উদযাপন করেছি।
সাভারে আসার আগে আমরা বগুড়াতে ছিলাম। সেখানে আমার অনেক বন্ধু ছিল। এবার ওদের না পেয়ে মনটা একটু খারাপই ছিল।
এছাড়া বাবা ছুটি পাননি বলে এবার খুলনার গ্রামের বাড়িতেও যাওয়া হয়নি। ফলে ভেবেছিলাম ঈদটা হয়ত একাকি কাটবে। তবে আমার ধারণা সত্য হয়নি।
চাঁদরাতে নতুন এক বন্ধুর সঙ্গে একটু ঘুরতে বের হয়েছিলাম। বাসায় ফিরে হাতে মেহেদি দিয়েছি। সেটাও বেশ আনন্দের ছিল।
ঈদের দিন সকালে সবাই মিলে একসঙ্গে নাস্তা করেছি। তারপর শুরু হল সালামি নেওয়ার ধুম। আমি আর আপু, অর্থাৎ আমার বোনকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কাছ থেকে সালামি নিয়েছি।
দুপুরে আমাদের ভবনের অনেকে আমাদের বাসায় এসেছিল। সবাই মিলে খেলাধুলা করেছি, গল্প করেছি। তাদেরকে পেয়ে বেশ মজা হয়েছে।
বিকেলে আমরা আপুর এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। সেখানে আড্ডা দিয়ে বেশ ভালো লেগেছে।
ঈদের পরদিন বিকেলে পরিবারের সবাই মিলে স্মৃতিসৌধে গিয়েছিলাম। বাবা সেনাবাহিনীতে চাকরি করেন বলে সবসময় আমাদেরকে সময় দিতে পারেন না। তবে সেদিন সবাই একসঙ্গে ঘুরেছি। রাতে বাইরে খেয়েছি।
বন্ধুদের সঙ্গে না কাটালেও, পরিবারের সদস্যদের সঙ্গে এই ঈদটা আমার কাছে বিশেষ হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।