‘একদল লোক যেন সারাদিন প্রস্তুতই থাকে কমেন্ট বক্সে অযৌক্তিক এবং নোংরাভাবে নারীকে হেনস্তা করার জন্য।’
Published : 27 Jul 2025, 07:53 PM
আমাদের চারপাশে লিঙ্গ বৈষম্যের ঘটনা হামেশাই চোখে পড়ে। নারীরও যে বাইরে চলাফেরা, পড়াশোনা, চাকরি কিংবা মত প্রকাশের স্বাধীনতা আছে কেউ কেউ সেটা যেন মানতেই চায় না।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এখন একটি একক সামাজিক পরিবেশে বাস করি। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেই প্রকাশ করি নানা মতামত। কিন্তু আমার মনে হয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও নারীকে অনেক সময় কোণঠাসা করে ফেলা হয়। এবং সেটা শুধু তার লিঙ্গ পরিচয়ের কারণে করা হয়।
নারী সাংবাদিক, শিল্পী, ইনফ্লুয়েন্সার কিংবা রাজনীতিবিদ কাউকেই রেহাই দেওয়া হয় না। ওই নারী যদি কোনো যুক্তি দেয়, তার বিপক্ষে পাল্টা যুক্তি না দিয়ে তার মুখ বন্ধ করার জন্য প্রশ্ন তোলা হয় চরিত্র নিয়ে। তাকে কমেন্টে গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ কিংবা ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে দিয়ে সামাজিক চাপে ফেলা হয়।
নারীর অধিকার, ক্ষমতায়ন কিংবা বাল্যবিয়ের মত সামাজিক ব্যধির বিরুদ্ধে কোনো পুরুষ বা নারী যদি কথা বলে, তাহলে তাকেও আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়। একদল লোক যেন সারাদিন প্রস্তুতই থাকে কমেন্ট বক্সে অযৌক্তিক এবং নোংরাভাবে নারীকে হেনস্তা করার জন্য।
অনেক নারী অনলাইনে ব্যবসা পরিচালনা করে থাকে। সেই নারীদেরও নিয়েও ট্রল করা হয়, তাকে হেয় করা হয়।
এত বিদ্বেষ দেখে হয়ত আমাদের অজান্তেই অনেক নারী অনলাইন জগৎ থেকে নিজেকে গুটিয়েও নেয়, অনেকে হয়ত ভয়ে সামনেই আসে না!
আমি মনে করি, উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে নারীর জন্য অনলাইনে নিরাপদ পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।