প্রথমে ঠিক করিনি যে ক্লাসের দুই শাখার মধ্যে ম্যাচ হবে।
Published : 21 Aug 2025, 07:48 PM
এক বছর আগের কথা। নবম শ্রেণির বব্ধুরা মিলে ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। পদ্মা ও মেঘ্না শাখার মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার ফলাফলের আগে এর পেছনের ঘটনাটি বলি।
তখন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি ফুটবল মাঠ তৈরি করে। অনেকেই তখন সেই মাঠ ভাড়া নিয়ে ফুটবল খেলত। মাঠটির নামও ছিল বেশ পরিচিত।
আমি ও আমার এক বন্ধু ঠিক করলাম ক্লাসের সবাই মিলে একদিন এই মাঠে খেলব। এরপর আমরা সবাইকে জানাই। যারা খেলতে ইচ্ছুক তাদের কাছ থেকে ম্যাচের জন্য চাঁদা তুলতে শুরু করি।
প্রথমে ঠিক করিনি যে ক্লাসের দুই শাখার মধ্যে ম্যাচ হবে। পরে সেটা ঠিক করা হয়।
সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মাঠ ভাড়া নিতে গেলে সমস্যা হয়। কাঙ্ক্ষিত সময় মিলল না। এরপর পিছিয়ে দিতে হল ম্যাচের তারিখ।
কিছু বন্ধুরা নিজের চাঁদার টাকা ফেরত নিয়ে অন্য মাঠে খেলতে চলে গেল। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করি, ম্যাচ খেলতে কিছুদিন দেরি হতে পারে, তবে আমরা ভালো একটি ম্যাচ খেলব।
তবুও বেশ কয়েকজন খেলতে রাজি হল না। এরপর তাদের পরিবর্তে নতুন বেশ কয়েকজন যোগ দেয়।
নতুন পরিকল্পনা অনুযায়ী ২৫ অগাস্ট ছিল খেলার দিন। সবাই আগেই মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম।
নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয় পদ্মা ও মেঘনার মধ্যে। প্রথমেই গোল দেয় পদ্মা। মিনিট খানেক পর মেঘনা সেই গোল শোধ করে। এরপর আমি পদ্মার পক্ষ থেকে দ্বিতীয় গোল করি। পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পর পদ্মা ১৬-৯ গোলের ব্যবধানে জয়ী হয়।
পুরো খেলাটি ক্যামেরায় ভিডিও করে রাখে আমাদের বন্ধু আলভী। যা পরে সে ইউটিউবে আপলোডও করে। আমরা প্রায়ই একসঙ্গে সেই ভিডিও দেখি। এই ম্যাচটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৫৷ জেলা: ঢাকা।