'প্রথম দিকে সবাই আমার কাছে অপরিচিত ছিল। কিন্তু ধীরে ধীরে প্রায় সবার সঙ্গেই আমার বন্ধুত্ব গড়ে ওঠে।'
Published : 12 Apr 2025, 08:42 PM
আমি এসএসসির পর জামালপুর সরকারি জাহিদা সফির মহিলা কলেজে ভর্তি হই। এর মধ্য দিয়ে অচেনা আঙিনায় শুরু হয় এক নতুন যাত্রা।
২০২৪ সালের ৮ অগাস্ট ছিল কলেজ জীবনের প্রথম দিন। একরাশ কৌতূহল আর উত্তেজনা নিয়ে কলেজ প্রাঙ্গণে পা রাখি।
প্রথম দিকে সবাই আমার কাছে অপরিচিত ছিল। কিন্তু ধীরে ধীরে প্রায় সবার সঙ্গেই আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তবুও মনে হয়েছিল, আমি এখনো অনেকের কাছে অচেনা। আরও অনেকের সঙ্গে আমার পরিচয় হওয়া বাকি আছে।
কিছুদিন পর কলেজে আয়োজন করা হয় 'তারুণ্য মেলা'। সেই মেলায় আমি পিঠার একটি স্টল নিয়ে বসি, নাম রাখি 'বাহারি রঙের পিঠার মেলা'।
আমার স্টলে ছিল পাটিসাপটা, চিতই, নকশি পিঠা, জামাই পিঠা, ম্যারা পিঠা, তেলের পিঠা, শামুক পিঠা আর পাকন পিঠা। রঙিন কাগজ দিয়ে স্টল সাজাই, যা বেশ আকর্ষণীয় হয়েছিল।
শিক্ষক ও শিক্ষার্থীরা আমার স্টলে এসে বাহারি পিঠার স্বাদ নেন, অনেকে প্রশংসাও করেন।
কলেজে ভর্তির কিছুদিনের মধ্যেই এমন একটা আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগে। এখন অনেকেই আমাকে চেনে। আমার স্টলটাই যেন হয়ে উঠেছে আমার পরিচয়ের একটা মাধ্যম।
সেদিন স্টলে বসার অভিজ্ঞতা একদিকে যেমন আমাকে পরিচিত করেছে, অন্যদিকে আমার আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। সবার সঙ্গে যোগাযোগের একটা দক্ষতাও এনে দিয়েছে এই অভিজ্ঞতা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।