ঘোরাঘুরি শেষে বিকেল চারটার দিকে আমাদের বাস স্কুলের পথে রওনা দেয়।
Published : 06 May 2025, 10:03 PM
আমি তখন ভীমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। একদিন স্কুলে ঘোষণা এল আমাদের শিক্ষা সফর হবে ময়মনসিংহের হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড়ে। এটি শেরপুর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে।
সফরের জন্য স্কুল থেকে দুটি বাস ঠিক করা হয়। খুব ভোরে আমরা সবাই প্রস্তুত হয়ে স্কুল মাঠে হাজির হই। সকাল ১০টার দিকে আমাদের বাস ছাড়ে। প্রায় এক ঘণ্টা চলার পর আমরা পৌঁছাই গারো পাহাড়ে।
পাহাড়ের সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করেছিল। চারদিকে শুধুই সবুজ আর শান্ত পরিবেশ। দূরের দিকে তাকালে দেশের সীমান্ত দেখা যায়। শিক্ষকরা আমাদেরকে পাহাড়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান।
পাহাড়ের পাদদেশে বসেছিল অনেক রকমের স্টল। আমি সেখান থেকে ফুলের টব, মালা ও চুড়ি কিনি। এরপর সবাই মিলে গান, নাচ, কৌতুক আর নানা রকমের আনন্দ আয়োজনে অংশ নিই।
দুপুরে খাওয়ার পর আমরা আবার কিছু সময় চারপাশে ঘুরে দেখি। ঘোরাঘুরি শেষে বিকেল চারটার দিকে আমাদের বাস স্কুলের পথে রওনা দেয়।
সফরের সময় আমি বন্ধুদের সঙ্গে অনেক ছবি তুলেছি। সারাটা দিন ছিল মজা আর আনন্দে ভরপুর।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।