তবে এর উল্টো চিত্রও আছে। শিশু-কিশোরদের অনেকে এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে।
Published : 30 Apr 2025, 05:43 PM
শিশুদের বেড়ে ওঠার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে শিশুদের মাঠে খেলার হার যেন দিন দিন কমে যাচ্ছে।
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকী গ্রামের কথা বলছি। কয়েক বছর আগে যেখানে শিশুদের খেলার জন্য মাঠ ছিল, সেখানে এখন অনেক জায়গা আর ফাঁকা নেই। এসব জায়গা দখল করে নিচ্ছে দালানকোঠা।
শহর এলাকার এই চিত্র এখন গ্রামেও দেখা যায়। নগরায়ণের ছোঁয়া লাগছে সবখানেই। তবে সেটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে।
চকবুলাকী গ্রামে আসাদুল ইসলাম ও আব্দুল আলিম নামে দুজন অভিভাবকের সঙ্গে খেলার মাঠ নিয়ে আমি কথা বলেছি। মাঠের সংখ্যা কমে যাওয়া নিয়ে তারা দুজনেই উদ্বিগ্ন। এমন পরিস্থিতি শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ভীত তারা।
তবে এর উল্টো চিত্রও আছে। শিশু-কিশোরদের অনেকে এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তারা মাঠে খেলাধুলার তুলনায় ফোন বা কম্পিউটারের পর্দাকেই বিনোদনের মাধ্যম হিসেবে বেশি বেছে নিচ্ছে।
আমি মনে করি, শিশুদের জন্য মাঠ রেখে পরিকল্পিত নগরায়ণ করা দরকার। এতে করে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। এছাড়া সচেতনতাও প্রচার করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।