‘বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদও থাকে, তবে তা দীর্ঘস্থায়ী হয় না।’
Published : 04 May 2025, 08:23 PM
বন্ধুত্ব জীবনের একটি অপরিহার্য অংশ। বন্ধুর সঙ্গে সব ধরনের অনুভূতি ভাগাভাগি করা যায়।
বন্ধুত্বের মধ্যে একে অপরের মনের বেদনা ও আনন্দকে বুঝতে পারা এবং সহানুভূতির সঙ্গে একে অপরকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বন্ধু যদি সমর্থন দেয় অনেক কঠিন কাজও সহজ মনে হয়।
আমি বন্ধুদের সঙ্গে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা হাডুডু খেলে থাকি। খেলাধুলার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হয়। খেলতে গিয়ে ব্যাথা পেলে বন্ধুদেরকেই সবার আগে এগিয়ে আসতে দেখেছি। যা বন্ধুত্বের প্রকৃত মূল্যকে প্রকাশ করে।
বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদও থাকে, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আমরা দ্রুত তা মিটিয়ে ফেলার চেষ্টা করি। ঈদ-পূজার মত বিভিন্ন উৎসবে আমরা একত্রে আনন্দ মেতে উঠি। যেখানে ধর্ম পরিচয় বা অন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না।
বন্ধুত্ব চিরস্থায়ী এবং এর মধ্যে কোনো হিংসা বা শত্রুতা নেই। সৌহার্দ্য, শ্রদ্ধা, পাশে থাকার মত ব্যাপারগুলো থাকলেই এই সম্পর্কটাকে অনেক বেশি সময় ধরে টিকিয়ে রাখা সম্ভব। বন্ধুত্ব সত্যিই জীবনের এক অমূল্য রত্ন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।