তবে খরচ আর দামের সমন্বয় নিয়ে দুশ্চিন্তায় অনেক কৃষক।
Published : 06 May 2025, 09:52 PM
বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কৃষকরা।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে ৮০ শতাংশ ধান পাকার পরই তা কাটার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। সেই পরামর্শ মেনে ফসল গোলায় তুলছেন তারা।
কয়েকটি ধানক্ষেত ঘুরে দেখা গেছে, এবারের আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে ভালো। ধান কাটতে স্থানীয় কৃষকদের সঙ্গে কাজ করছেন অন্য জেলার শ্রমিকরাও।
তবে খরচ আর দামের সমন্বয় নিয়ে দুশ্চিন্তায় অনেক কৃষক। বৃষ্টির অভাবে জমিতে বাড়তি সেচ দিতে হয়েছে আবার বেড়েছে কৃষি উপকরণের দামও।
মো. লোকমান হোসেন খন্দকার নামে নওগাঁ সদর উপজেলার এক কৃষক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “চাষ ভালো হয়েছে। কিন্তু শ্রমিকের মজুরি ও কৃষি উপকরণের দাম বাড়ায় খরচও বেড়েছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ হ্যালোকে বলেন, “এবার জেলার ১ লাখ ৯২ হাজার ৩৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৫৩০ মেট্রিক টন। এর মধ্যে ৬০ শতাংশ জমির ধান পেকে গেছে, আর ২৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।