বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
শুধু বাংলাদেশেই নয়, জাতিসংঘের হিসেবে সারাবিশ্বে ১৬ কোটির অধিক শিশু যুক্ত শিশুশ্রমের সঙ্গে।
Published : 12 Jun 2025, 08:09 PM
শিশুকাল হল হাসি-খুশি, খেলাধুলা আর আনন্দের মাধম্যে বেড়ে ওঠার সময়। প্রতিটি শিশুরই আনন্দময় শৈশব কাটানোর অধিকার আছে।
কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক শিশু সেই অধিকার পাচ্ছে না।
শৈশবেই তাদের ছোট ছোট কাঁধে তুলে নিতে হচ্ছে শ্রমের বোঝা। ফলে তাদের জীবনে শৈশব মিছে হয়ে ধরা দেয়।
বাংলাদেশে এখনও অনেক শিশু পোশাক কারখানা, ইটভাটা, দোকান, রেস্তোরাঁ, চায়ের বাগান এবং বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণ কাজ করে।
শুধু বাংলাদেশেই নয়, জাতিসংঘের হিসেবে সারাবিশ্বে ১৬ কোটির অধিক শিশু যুক্ত শিশুশ্রমের সঙ্গে।
শিশুশ্রম বন্ধে ২০০২ সাল থেকে প্রতি বছর ১২ জুন পালিত হয়ে আসছে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’। এই দিনে সরকার ও বিভিন্ন সংস্থা শিশুশ্রম বন্ধে নানা প্রচারণা চালায়।
বাংলাদেশ সরকারও শিশুশ্রম বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শ্রম আইন ২০০৬ অনুসারে বাংলাদেশে ১৪ বছরের নিচে শিশুশ্রম নিষিদ্ধ আর ১৮ বছরের নিচে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া হয় না। এছাড়া শিশুদের স্কুলমুখী করতে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে।
তবুও দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতা ও নানা কারণে অনেক শিশু এখনও শ্রমে যুক্ত হচ্ছে। এটি শুধু শিশুদের ক্ষতি নয়, দেশের ভবিষ্যতেরও ক্ষতি।
আমরা চাই, প্রতিটি শিশু যেন নিরাপদ, আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশে বেড়ে উঠতে পারে। শিশুশ্রম বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। বর্ণিল করতে হবে প্রতিটি শিশুর শৈশব।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।