অপরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না; বরং পড়াশোনার আগ্রহও কমিয়ে দেয়।
Published : 05 Oct 2025, 07:35 PM
আমরা দিনের বড় একটি সময় কাটাই বিদ্যালয়ে। তাই সেখানকার পরিবেশ আমাদের শরীর ও মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শৌচাগার আর খেলার মাঠ সব সময় পরিষ্কার থাকা উচিত। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের দেশের অনেক বিদ্যালয়ে পরিচ্ছন্নতার ঘাটতি দেখা যায়।
বিশেষ করে সরকারি বিদ্যালয়গুলোতে এই সমস্যা বেশি চোখে পড়ে। অনেক স্কুলের আঙিনায় ময়লা আবর্জনা জমে থাকে, টয়লেট থাকে অপরিষ্কার। আবার কোথাও কোথাও শ্রেণিকক্ষে নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না।
ফলে শিক্ষার্থীরা প্রতিদিন অস্বাস্থ্যকর পরিবেশে সময় কাটায়, যা তাদের নানা ধরনের রোগের ঝুঁকিতে ফেলে।
অপরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না; বরং পড়াশোনার আগ্রহও কমিয়ে দেয়। অনেক সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার মান দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয় হওয়া উচিত শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক জায়গা। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি।
আমার মতে, এ দায়িত্ব শুধু স্কুল কর্তৃপক্ষের নয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। এমনকি স্থানীয় প্রশাসনের নিয়মিত তদারকিও দরকার বলে মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।