বাল্যবিয়ে শুধু একজনের স্বপ্ন থামায় না এতে জাতির অগ্রগতিও থেমে যায়।
Published : 22 Apr 2025, 09:16 PM
বাল্যবিয়ে আমাদের দেশে হাজারো কিশোরীর স্বপ্নভঙ্গের নাম। আইনে বাল্যবিয়ে নিষিদ্ধ হলেও আমরা সামাজিক এই ব্যাধি থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারিনি।
আমি এক কিশোরীর গল্প শুনেছিলাম। তার বয়স ছিল ১৪ বছর। একদিন তার বাবা এসে বললেন, তিনি বিয়ে ঠিক করেছেন। অথচ মেয়েটির ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। সেদিনের পর থেকে তার স্বপ্ন আর এগোয়নি।
এমন ঘটনা আমাদের দেশে অনেক মেয়ের জীবনেই ঘটে। দারিদ্র্য, কুসংস্কার, নিরাপত্তাহীনতা আর সমাজের চাপে অনেক পরিবার মেয়েদের বয়সের আগেই বিয়ে দিয়ে দেয়।
এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়। তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অনেক সময় তারা সংসারে নির্যাতনের শিকার হয়।
আমার মনে হয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে দিতে হবে। আর এমন একটা পরিবেশ তৈরি করতে হবে,যেখানে মেয়েরা নিরাপদে বড় হতে পারে।
বাল্যবিয়ে শুধু একজনের স্বপ্ন থামায় না এতে জাতির অগ্রগতিও থেমে যায়। আমি চাই, প্রতিটি মেয়ে যেন তার স্বপ্নপাখা মেলে উড়তে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।