আমি প্রতিদিন বাগানে পানি দিই। সময় পেলেই গাছের যত্ন নিই, আগাছা তুলে ফেলি।
Published : 22 Apr 2025, 08:56 PM
ছোটবেলা থেকেই আমার বাগান করার খুব ইচ্ছে ছিল। তাই ধীরে ধীরে দু-একটি করে গাছ লাগাতে লাগাতে আজ আমি একটি সুন্দর বাগান গড়ে তুলেছি। আমার পড়ার ঘরের পাশে এক টুকরো খালি জায়গায় আমি এই বাগান করেছি।
আমার বাগানে গোলাপ, নয়নতারা, রঙ্গন, গাঁদা, বেলি, বাগানবিলাস ও জবাসহ অনেক রকমের গাছ আছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট বাগানে নানা রঙের ফুল ফুটে।
ফুলের ঘ্রাণে চারপাশ ভরে যায়, মনটা আনন্দে ভরে ওঠে। দুঃখ-কষ্ট ভুলে যেতে এই বাগান আমাকে অনেক সাহায্য করে।
আমি প্রতিদিন বাগানে পানি দিই। সময় পেলেই গাছের যত্ন নিই, আগাছা তুলে ফেলি। বাগান আমার একঘেয়েমি দূর করে দেয় ও মনকে ভালো করে তোলে।
এই কাজে আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি মায়ের কাছ থেকে। বাড়িতে কোনো আত্মীয়-স্বজন এলে আমার বাগান দেখে খুশি হন। তখন আমার খুবই ভালো লাগে। এই বাগান আমার জীবনের একটি উদযাপনের জায়গা হয়ে উঠেছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।