‘মাইলস্টোনের এই ঘটনায় সবাই আমরা শোকাহত। যেহেতু আমিও একজন শিক্ষার্থী, তাই এটি নিজের সঙ্গেই ঘটেছে বলে মনে হচ্ছে।’
Published : 21 Jul 2025, 10:11 PM
ঢাকার দিয়াবাড়িতে সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। যেহেতু ঘটনাস্থলটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই হতাহতদের বেশিরভাগই শিশু।
এমন একটি ঘটনার প্রতি মানুষের তীব্র আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। খবরটি জানার পর থেকে আমিও তথ্য জানার জন্য অস্থির হয়ে যাই। তাই পেশাদার সংবাদমাধ্যম দেখার পাশাপাশি ফেইসবুকে আসা নানা ছবি-ভিডিও দেখছিলাম।
প্রথমেই আমার নজের এসেছে, ঘটনাস্থলে উৎসুক জনতা শুধু শুধুই জটলা তৈরি করছে। বিপদ হলে মানুষ এগিয়ে আসবে এটাই তো হওয়া উচিত। কিন্তু, এগিয়ে গিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কিংবা সবাই একযোগে ভিডিও করবে এটা কেমন কথা!
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিশুদের নানা ছবি-ভিডিও ছড়িয়ে পড়ছে। যেখানে অনেকেই শিশুদের গোপনীয়তা বা সুরক্ষার কথা না ভেবেই এসব আপলোড করে দিচ্ছেন।
কেউ কেউ ক্যামেরা চালু করে শিশুদের সাক্ষাৎকারও রেকর্ড করছেন। অথচ কেউই শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবছে না। এসব বিষয়ে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করি।
মাইলস্টোনের এই ঘটনায় সবাই আমরা শোকাহত। যেহেতু আমিও একজন শিক্ষার্থী, তাই এটি নিজের সঙ্গেই ঘটেছে বলে মনে হচ্ছে। ছোট ছোট স্কুল পড়ুয়া শিশুদের এমন পরিণতি দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
এ ঘটনার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ নেমে পড়েছেন উদ্ধারকর্মীদের সঙ্গে, কেউ রক্ত সংগ্রহ করতে, কেউবা জনসচেতনতা তৈরি করতে।
আমি আশা করি, আহত-নিহতদের পরিবারের পাশে সরকারও থাকবে। আহতদের দ্রুত সুস্থতার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।