মাধ্যমিক স্কুলে এক প্রতিযোগিতায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে প্রথম পুরস্কার পাই।
Published : 25 May 2024, 04:05 PM
ছোটবেলায় বাবা আমাদের প্রায়ই ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল’ গানটা গেয়ে শোনাতেন। বাবার মুখে শুনতে শুনতে গানটি আমার প্রিয় হয়ে ওঠে। কিন্তু গানটি কে লিখেছেন, তা তখন আমার জানা ছিল না।
বড় হওয়ার পর জেনেছি গানটার গীতিকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
তারপর বাবার কাছেই গানটির মর্মার্থ জানলাম। গানের কথাগুলো বুঝতে পারার পর নজরুলের প্রতি আমার অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। এরপর থেকে আমি নজরুলের ভক্ত হয়ে যাই।
নজরুলের অনেক গান ও কবিতা আমার মুখস্ত। মনে পড়ে, প্রাথমিক স্কুলে একবার কাজী নজরুল ইসলামের রণ সংগীত এককভাবে গেয়েছিলাম। মাধ্যমিক স্কুলে এক প্রতিযোগিতায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে প্রথম পুরস্কার পাই।
একবার নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেছিলাম। সে সময় কাজী নজরুলের জীবন নিয়ে পড়াশোনা করতে হয় আমাকে। তখন শুধু তার সাহিত্য নয়, বৈচিত্র্যময় জীবনের প্রতিও মুগ্ধ হই।
নজরুল সংগীত শিখতে শুরু করার সময় ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ এই গানটি গেয়ে নজরুল সংগীতে আমার যাত্রা শুরু হয়।
১২৫তম জন্মবার্ষিকীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।