জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সরিষা সংগ্রহ করতে দেখা গেছে।
Published : 04 Feb 2025, 07:35 PM
নওগাঁয় আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করা অনেক কৃষক ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সরিষা সংগ্রহ করতে দেখা গেছে। ফলন ভালো হওয়ায় তারা খুশি বলে জানিয়েছেন।
সরিষা কাটার কাজে ব্যস্ত খবির উদ্দিন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, "এবার সরিষার চাষ ভালো হয়েছে। আমি এক বিঘা জমিতে চাষ করেছি, যেখানে খরচ হয়েছে চার হাজার টাকা। আশা করছি ভালো লাভ হবে।"
আরেক কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, "কৃষি অফিসের সহযোগিতায় এ বছর ১৭ শতক জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। এই জাতের সরিষা থেকে ভালো মানের তেল পাওয়া যায়।"
তিনি আরও বলেন, "প্রতি বিঘায় প্রায় সাত মণ সরিষা পাওয়ার আশা করছি যা আমার জন্য লাভজনক হবে।"
এ বছর সদর উপজেলায় চার হাজার ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে বলে হ্যালোকে জানিয়েছেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম।
এ বিষয়ে কথা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের সঙ্গে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সরিষা তোলার মৌসুম শুরু হয় জানিয়ে তিনি হ্যালোকে বলেন, "এ বছর শীতের আবহাওয়া সরিষা চাষের জন্য অনুকূল ছিল। কুয়াশা ও শিশির কম হওয়ায় ফলন ভালো হবে বলে আশা করছি।"
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নওগাঁ।