আমি কয়েকটি স্টল ঘুরে বিভিন্ন খাবারের স্বাদ নেই।
Published : 01 Feb 2025, 08:09 PM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল শুক্রবার। আমরা পরিকল্পনা করে রেখেছিলাম এদিন মেলায় যাব।
দর্শনার্থীর ভিড় এড়াতে সকাল সকাল বের হলেও খুব একটা লাভ হয়নি। শেষ দিন মেলায় উপচে পড়া ভিড় ছিল।
বাণিজ্য মেলার প্রবেশদ্বারে পৌঁছে এর বিশাল পরিসর দেখে আমি অবাক হয়েছি। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল সারি সারি স্টল। এছাড়াও বাহারি পণ্য, খাবারের দোকান ও বিনোদনের নানা আয়োজন ছিল।
প্রথমেই দেশি-বিদেশি পণ্যের প্যাভিলিয়ন ঘুরে দেখি। বিশেষ করে ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে নানা ছাড়ে পণ্য বিক্রি চলছিল।
এর পাশাপাশি কিছু হস্তশিল্পও সংগ্রহ করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, মাটির তৈজসপত্র ও কাঠের শো-পিস ছিল আমার কেনাকাটার তালিকায়।
খাবারের স্টলগুলোতে ছিল ঢাকাই পরোটা, কাবাব, চটপটি, ফুচকা থেকে শুরু করে দেশি-বিদেশি নানা খাবারের আয়োজন। আমি কয়েকটি স্টল ঘুরে বিভিন্ন খাবারের স্বাদ নেই।
মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের অফার ও ডিসকাউন্ট। বিশেষ করে, ইলেকট্রনিকস ও পোশাকের দোকানে বড় অংকের ছাড় ছিল। দিন শেষে যখন মেলা প্রাঙ্গণ ছাড়ছিলাম, তখন মনে হচ্ছিল মেলায় ঘুরে বেড়ানোর এই স্মৃতি অনেক দিন মনে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা