এই কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সাভারে কিছু সামাজিক সমস্যা নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি।
Published : 03 Feb 2025, 09:06 PM
আমি আগে ‘অ্যাডভোকেট’ বলতে কেবল কালো কোর্ট আর সাদা শার্ট পরা মানুষদেরকেই বুঝতাম, যারা আদালতে মামলা লড়েন।
তবে ইউনিসেফ আয়োজিত তিন দিনের অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণ করার পর আমার এই ধারণা পুরোপুরি বদলে গেছে।
এখানে শিখেছি কেবল পেশাদার আইনজীবী নয়, তরুণরাও সমাজের নানা সমস্যার বিরুদ্ধে কাজ করতে পারে। সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, কীভাবে তারা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করতে পারে এসব নিয়ে স্পষ্ট ধারণা পেয়েছি।
আমি ঢাকার অদূরে সাভারে থাকি। ফলে টানা তিন দিন রাজধানীর মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ে এসে কর্মশালায় অংশ নেওয়া সহজ ছিল না। তবে বাবা প্রতিদিনই আমাকে নিয়ে সেখানে যান।
ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেয় সংস্থাটির ইয়ুথ অ্যাডভোকেট ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক গার্গী তনুশ্রী পাল।
সে আমাদের সহকর্মী। তার কাছ থেকে নতুন কিছু শেখা আমাদের জন্য বেশ আনন্দের ছিল। প্রশ্ন করার দক্ষতা, মত প্রকাশের গুরুত্ব, নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানের উপায় সম্পর্কে জানতে পেরেছি আমরা।
বিভিন্ন আলোচনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মানসিক স্বাস্থ্য। এতে একজন অ্যাডভোকেট হিসেবে অন্যের জন্য কাজ করার পাশাপাশি নিজের মানসিক সুস্থতা বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি।
এই কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সাভারে কিছু সামাজিক সমস্যা নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি। পাশাপাশি এখানে অনেক নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হয়েছি যাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।