তখন এসব আইসক্রিমের দাম ছিল দুই থেকে তিন টাকা।
Published : 15 Jul 2024, 08:53 PM
শৈশবের অনেক স্মৃতিই আমার মনে পড়ে। তবে সেসব স্মৃতির মাঝে আমার মনে উঁকি দেয় ভিন্ন রকম একটি গল্প।
আমাদের বাড়ির পাশেই গ্রামের এক মেঠোপথ। সে পথে আইসক্রিম ফেরি করে বেড়াতেন অনেক বিক্রেতা।
তখন এসব আইসক্রিমের দাম ছিল দুই থেকে তিন টাকা। আইসক্রিম কিনতে দুই টাকার জন্য মায়ের কাছে বায়না ধরতাম। আর মা যেদিন বাড়িতে থাকতেন না, সেদিন চালের বিনিময়ে আইসক্রিম কিনতাম।
দুই টাকার আইসক্রিমে নারিকেল আর তিন টাকার আইসক্রিমে সেমাই মেশানো থাকত। সেই আইসক্রিমের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে।
অথচ এখন এসব আইসক্রিম কিনতে গেলে খরচ করতে হয় কমপক্ষে পাঁচ টাকা। ছোটবেলায় দুই-তিন টাকার আইসক্রিমে যে স্বাদ পেতাম এখন ২০-৩০ টাকার আইসক্রিমেও সেই স্বাদ যেন আর পাই না। এছাড়া এখন বিক্রেতাদের সংখ্যাও কমে গেছে।
আমার প্রিয় একজন বিক্রেতার নাম লাবু। আমরা তাকে লাবু ভাই বলে ডাকি। ছোটবেলা থেকেই তাকে চিনি আমরা। তিনি আমাদের স্কুলের সামনে আইসক্রিম বিক্রি করেন।
লাবু ভাই এখনো সেই পুরাতন কারখানা থেকেই আইসক্রিম কিনে এনে বিক্রি করেন। কিন্তু এখন পাঁচ টাকায় আইসক্রিম বিক্রি করেও আগের মতো লাভ পান না বলে জানান। এসব আইসক্রিমের চাহিদা দিন দিন কমে যাচ্ছে বলেও তার কাছ থেকে জানতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।