শিব নারায়ণ দাশের বাড়ি কুমিল্লায়। ছাত্র জীবনে তিনি ‘শিবু দা’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন।
Published : 19 Apr 2024, 12:00 PM
বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাশ মারা গেছেন।
শুক্রবার সংবাদ দেখে জানতে পারি, জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
লাল-সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ওই পতাকার নকশা যারা করেছিলেন, তাদের একজন সে সময়ের ছাত্রলীগ নেতা শিব নারায়ণ দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জেনেছি, ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১১৮ নম্বর কক্ষে বসে ছাত্রলীগের একদল নেতাকর্মী পতাকার নকশা তৈরি করেছিলেন ‘জয়বাংলা বাহিনীর’ জন্য। তার নকশাকৃত পতাকা নিয়েই স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বাংলাদেশ।
শিব নারায়ণ দাশের বাড়ি কুমিল্লায়। ছাত্র জীবনে তিনি ‘শিবু দা’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। জীবনের শেষ সময়গুলো তিনি রাজধানীর মনিপুরীপাড়ায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
দুঃখের বিষয় যে, করোনাভাইরাস মহমারির মধ্যে অসুস্থ শিব নারায়ণ দাশকে তার পরিবারের প্রাত্যহিক ব্যয় নির্বাহের পাশাপাশি ওষুধ, বাজার খরচ ও বাসা ভাড়া নিয়েও সংকটে পড়তে হয়।
তখন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কষ্টের মধ্যে বেঁচে আছি, এটাই আর কি। এর বেশি কিছু আমি বলতে চাই না। আমার বলার কিছু নেই।”
স্বাধীনতা সংগ্রামের সময় জন্মভূমির জন্য বুক পেতে দেওয়া একজন মানুষকে যখন কষ্টে দিন কাটাতে হয়। তখন তা আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।
এই বীর মুক্তিযোদ্ধা না ফেরার দেশে চলে গেছেন। তবে তার মরদেহ বারডেম হাসপাতালে মানুষের জন্যই দান করা হবে বলে সংবাদে দেখলাম। আর তিনি চোখের কর্নিয়া দান করে গেছেন সন্ধানী হাসপাতালে।
প্রতিবেদকের বয়স; ১৬। জেলা: ঢাকা।