মুক্তাগাছার জমিদার বাড়ি (ভিডিওসহ)

মুক্তাগাছার এই জমিদার বাড়ি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকেই মানুষ আসেন।

ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম পুরনো একটি বাড়ি।

জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে মুক্তাগাছার অবস্থান।

প্রচলিত আছে যে, শ্রীকৃষ্ণ আচার্য ১৭২৫ সালে এই জমিদারি শুরু করেন। পরবর্তীতে তার নাতি জগৎ কিশোর আচার্য চৌধুরী এখনকার এই বাড়িটি নির্মাণ করেন।

তিনি মুক্তাগাছার জমিদারীর প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজো ছেলের ঘরের নাতি। মুক্তাগাছার জমিদারির মোট অংশ ছিল ১৬টি। ১৬ জন জমিদার এখানে শাসন করতেন।

দারুণ কারুকার্যে গড়ে তোলা বিশাল জায়গা জুড়ে নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনাশৈলীর অনন্য নিদর্শন।

রাজবাড়ির ভেতরটা যেন অপরূপ সৌন্দর্যের হাতছানি। সবুজ গাছপালা রাজবাড়ির সৌন্দর্যকে করেছে দ্বিগুণ।

জমিদারদের ব্যবহৃত একটি পুকুর এখন পরিত্যক্ত।

স্থানীয় একজন জানালেন, এই জমিদার বাড়ির পাশে রয়েছে একটি বিরল প্রকৃতির গাছ যা বাংলাদেশের আর কোথাও নেই।

মুক্তাগাছার এই বিখ্যাত জমিদার বাড়িকে প্রত্নসম্পদ হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে সরকার।

মুক্তাগাছার এই জমিদার বাড়ি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকেই মানুষ আসেন।

মুক্তাগাছার প্রাচীন জমিদার বাড়ি যেমন পেয়েছে প্রত্নসম্পদ এর মর্যাদা তেমনি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে স্থাপনাটি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com