
বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত রামজাদি মন্দির, যে বৌদ্ধ মন্দিরের উচ্চতা ১৭৫ ফুট।
এই জাদি বা প্যাগোডা প্রতিষ্ঠা করেন উপঞা জোত মহাথের। তিনি বান্দরবানের সকলের কাছে গুরু ভান্তে নামে পরিচিত।
জানা যায়, ২০০৪ সালে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রোয়াংছড়ি সড়কের হদা বাবুর ঘোনা এলাকায় পাহাড়ের চূড়ায় রামজাদি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
২০১২ সালে জাদিতে স্থাপন করা হয় বৌদ্ধ মূর্তি ও ধাতু। জাদিটিকে আকর্ষণীয় করতে স্বর্ণাভাব রঙ দেওয়া হয়।
এই জাদিতে প্রবেশের দুটি রাস্তা আছে। একটি মূল প্রবেশদ্বার অন্যটি হলো উঁচু পাহাড়ের রাস্তা। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পর অনেকগুলো উঁচু সিঁড়ি পার করে দেখা মিলে এই অপূর্ব রামজাদির।
জাদির অভ্যন্তরে রয়েছে ছোট-বড় পিতলের ১০টি বৌদ্ধ মূর্তি। আর জাদির ওপরের অংশে রয়েছে ৯০টি মূর্তি। যাদের ঠিক পাশে রয়েছে ভিক্ষু এবং শ্রমনদের থাকার ঘর।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বান্দরবান।