বয়স ১৪ পার হওয়ার আগেই বিয়ে আর ১৮ হওয়ার আগেই টানা তিনবার গর্ভধারণে কৈশোরের দিনগুলো কেটেছে রঙহীন। এরপর নানা বাস্তবতা সামনে আসতে থাকায় তার জীবন যেন আরও ফিকে হতে শুরু করে। বলছি ২০ বছর বয়সী এক তরুণীর কথা।
Published : 10 Nov 2024, 08:00 PM
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।