এসব সমস্যার পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে বলে আমার ধারণা।
                        Published : 09 Jan 2025, 09:42 PM
নড়াইলের কালিয়া উপজেলায় আমার বাড়ি। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী। এই নদীর ভাঙন প্রায়ই গ্রামবাসীকে নিঃস্ব করে দিয়ে যায়।
গেল বছর নদী ভাঙনে তলিয়ে যায় কয়েক গ্রামের অর্ধশতাধিক বসতভিটা। এ তো গেল নদী ভাঙনের কথা। অতিবৃষ্টি ও খরার কারণেও দুর্ভোগ পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। বন্যা ও খরার সময় এই জনপদে দেখা দেয় নিরাপদ পানির সংকট।
এসব সমস্যার পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে বলে আমার ধারণা। কেননা দিন দিন এই সংকটগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
নদী ভাঙনের ফলে বসতভিটা হারানো পরিবারগুলোর সঙ্গে ভুগতে শিশুদেরও। এতে অনেক শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। কোনো কোনো কন্যা শিশুকে শিকার হতে হয় বাল্যবিয়েরও। বন্যার সময়ে নানারকম রোগবালাইয়েও ভুগতে হয় ছোট-বড় সবাইকে।
এ ধরনের দুর্ভোগ থেকে প্রতিকার পেতে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে বলে আমি মনে করি। সম্মিলিত উদ্যোগই পারে জলবায়ু পরিবর্তনে এই বিরূপ প্রভাব থেকে আমাদের বাঁচাতে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।