তাদের কারো চোখেমুখেই যেন মেঘের গর্জনের ভয় নেই।
Published : 17 Apr 2025, 08:58 PM
গ্রামের শিশুদের বৃষ্টি উদযাপন শহরের শিশুদের তুলনায় অনেকটাই আলাদা। বৃষ্টি আমাদের কাছে এক উৎসবের মত। আকাশে কালো মেঘ দেখা গেলেই শুরু হয়ে যায় হইহুল্লোড়।
বুধবার সকালে আকাশ ছিল পরিষ্কার। কিন্তু দুপুরের দিকে দক্ষিণ-পূর্ব আকাশে দেখা যায় ঘন কালো মেঘ। বাতাসের শন শন গর্জন শোনা যাচ্ছিল। দমকা হাওয়ায় দুলতে থাকে গাছপালা।
এই দৃশ্য দেখে ছোট-বড় কারো বুঝতে বাকি নেই যে একটু পরেই বৃষ্টি নামবে। তখন বাড়ির বড়রা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ তখন মাঠের ফসল ঘরে তুলছে, কেউ গরু-ছাগল নিরাপদ স্থানে নিচ্ছে। আর ঠিক এই সময়ে একদল শিশু-কিশোর দলবেঁধে আম আর তেঁতুল কুড়ানো শুরু করে দেয়।
যে শিশুরা মাঠে ছিল না তারাও টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়তেই বাইরে চলে আসে। তাদের কারো চোখেমুখেই যেন মেঘের গর্জনের ভয় নেই।
বৃষ্টি শুরু হতেই কেউ কেউ মেতে ওঠে খেলাধুলায়। কেউ দৌড়াচ্ছিল মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কেউ আবার ঢিল ছুড়ে গাছ থেকে ফল পেড়ে খাচ্ছিল। শিশুদের এই দৃশ্য বড়দেরও নিয়ে যায় শৈশবের দিনে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।