আইইউসিএন একই প্রতিবেদনে বলেছে বাংলাদেশে ১ হাজার ৬০০’র বেশি প্রজাতির প্রাণী রয়েছে।
Published : 21 Nov 2024, 08:54 PM
জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের উপর নানা ক্ষতিকর প্রভাব পড়ছে। বিশেষ করে বনের প্রাণীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
আমি একটি লেখায় পড়েছিলাম, জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় তাতে মানুষ ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে পারলেও অন্য সব প্রাণীর ক্ষেত্রে এটি সম্ভব হবে না। প্রাণীদের বাসস্থান হুমকির মুখে পড়তে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তন খাদ্যজালের উপরও প্রভাব ফেলতে পারে। এসবের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ১৫ বছরে বাংলাদেশ থেকে আঞ্চলিকভাবে অন্তত ১৬ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে।
আইইউসিএন একই প্রতিবেদনে বলেছে বাংলাদেশে ১ হাজার ৬০০’র বেশি প্রজাতির প্রাণী রয়েছে। যাদের মধ্যে ৩৯০টি প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। এই প্রজাতিগুলোকে আইইউসিএন লাল তালিকাভুক্ত করেছে।
আজকের এই ফলাফলের জন্য জলবায়ু পরিবর্তন এককভাবে দায়ী না হলেও এর প্রভাব যেভাবে আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠছে এতে অদূর ভবিষ্যতে প্রাণীকূলের অস্তিত্ব সংকট যে দেখা দেবে তা বলাই যায়। তাই সময় থাকতে এটি নিয়ে আমাদের ভাবা উচিত বলে মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।