'অল্প বয়সে বিয়ের কারণে সংসার জীবন সম্পর্কে বুঝে উঠতেও সমস্যা হয়েছে। তৈরি হয়েছে নানা শারীরিক জটিলতাও।'
Published : 24 Apr 2024, 02:24 PM
বাল্যবিয়ের পর ১৫ বছর বয়সেই শিশু সন্তানের জন্ম দেন বাগেরহাটের এক তরুণী। বর্তমানে তার বয়স ১৯ বছর।
এই তরুণী বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে বসবাস করেন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বয়স কম থাকায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানা ছিল না তার। তাই বিয়েতে রাজি হন।
অল্প বয়সে বিয়ের কারণে সংসার জীবন সম্পর্কে বুঝে উঠতেও সমস্যা হয়েছে। তৈরি হয়েছে নানা শারীরিক জটিলতাও।
হ্যালোকে তিনি বলেন, “কম বয়সে বিয়ে হওয়ার কারণে আমার অনেক শারীরিক সমস্যা হয়। আমার থেকে আমার মা অনেক সুস্থ।”
নিজের মেয়েকে কখনো বাল্যবিয়ে দেবেন না বলে জানান তিনি। মেয়েকে পড়াশোনা করানোর ইচ্ছে তার।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।