‘সারাদিন বৃষ্টি ছিল না কিন্তু আমি বাইরে বের হতেই কোথা থেকে বৃষ্টি চলে আসত।’
Published : 22 Jun 2025, 08:49 PM
গ্রীষ্মের তাপদাহ শেষে বর্ষাকাল প্রকৃতিতে নিয়ে আসে প্রশান্তি। কারণ, আষাঢ়-শ্রাবণের মুষলধারে বৃষ্টি প্রকৃতিকে সতেজ করে তোলে। কিন্তু, বর্ষা আমাকে কিছুটা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখিও করে দেয়।
শৈশবে বাইরে বৃষ্টি হলেই নিজেকে ঘরের ভেতর বন্দি মনে হত। যদিও ভাইবোন বা বন্ধুদের সঙ্গে কখনো কখনো ভিজেছি, কিন্তু বাসায় ফিরে ঠিকই জ্বরে ভুগেছি।
এছাড়াও স্কুলে যাওয়ার সময় সবচেয়ে বিরক্ত লাগত। ইউনিফর্ম পরে বৃষ্টি-কাদার সঙ্গে যুদ্ধ করাটা আমার কাছে অসহ্যকর মনে হয়। ছাতা নিয়ে বের হলেও কোনো না কোনোভাবে আমি ভিজে যেতামই।
সারাদিন বৃষ্টি ছিল না কিন্তু আমি বাইরে বের হতেই কোথা থেকে বৃষ্টি চলে আসত। এমন পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে উপায় আছে আর!
একবার স্কুল থেকে ফেরার পথে দেখি হাঁটু সমান পানি। শিক্ষার্থীরা জুতা হাতে, প্যান্ট গুটিয়ে হাঁটছে। আমিও তাদের সঙ্গে নামলাম।
মনে ভয় হচ্ছিল, কোনো ড্রেনে যেন না পড়ি। হঠাৎ দেখি সামনের সহপাঠী পা পিছলে ড্রেনে পড়ে গেল। সবাই তখন হেসেছিল আর আজও সেই ঘটনা মনে পড়লে আমরা হাসাহাসি করি।
সেই সময়ের স্মৃতি এখন অবশ্য মজার মনে হয়। একই সঙ্গে বর্ষা এখন আর আগের মত অপছন্দের নয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছি সব অসুবিধার মাঝেও বর্ষা প্রকৃতির জন্য এক আশীর্বাদ।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।