'স্কুল জীবনেই আমি আমার জীবনের সেরা বন্ধুকে খুঁজে পেয়েছি। আমার স্কুলের বন্ধুদের সঙ্গে শত হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো আর খেলাধুলার সমাপ্তি ঘটল আজ।'
Published : 11 Oct 2023, 08:22 PM
দেখতে দেখতে দশটি বছর কেটে গেল। মাত্র দিন কয়েক আগে আমার স্কুল জীবনের সমাপ্তি ঘটে। স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বন্ধুদের সঙ্গে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি আছে।
স্কুল জীবনেই আমি আমার জীবনের সেরা বন্ধুকে খুঁজে পেয়েছি। আমার স্কুলের বন্ধুদের সঙ্গে শত হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো আর খেলাধুলার সমাপ্তি ঘটল আজ। নানা বিধি নিষেধের কারণে বড় পরিসরে আয়োজন না করে ছোট পরিসরে একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা স্কুল জীবনের শেষ দিন পার করলাম।
প্রথম শ্রেণিতে যখন বিদ্যালয়ে ভর্তি হই, শুরুটা ছিল আনন্দের। একে একে অনেকের সঙ্গে বন্ধুত্ব হলো, শিক্ষকদের সঙ্গেও তৈরি হলো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক।
যখনই মনে হচ্ছিল আর কখনো আমার পরিচিত স্কুলের বেঞ্চে বসে ক্লাস করতে পারব না; যে বন্ধুর সঙ্গে একদিন দেখা না হলে ভালো লাগত না; তার সঙ্গে আর নিয়মিত দেখা হবে না; যাদের জন্য প্রতিদিন অপেক্ষা করতাম, কখন আমার সেই বন্ধুরা স্কুলে আসবে, তাদের জন্য আর কখনো অপেক্ষা করা হবে না। আমার স্কুলে আসার পথ চেয়েও আর কেউ অপেক্ষা করে থাকবে না। সেই প্রিয় শিক্ষকরা আর আমাদের ক্লাস নেবেন না। সে সময়টায় কান্না আটকানো কঠিন হয়ে যাচ্ছিল। তবুও মেনে নিতেই হয়, সব কিছুরই শেষ আছে। কিন্তু স্কুল জীবনের স্মৃতি কখনো ভোলার নয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।