এই রোগের সাধারণ উপসর্গ হলো মাঝারি থেকে তীব্র জ্বর, কাশি, শ্বাসকষ্ট, খাওয়া বন্ধ করে দেওয়া ইত্যাদি।
Published : 12 Aug 2023, 12:49 PM
নিউমোনিয়া হলো ফুসফুসে জীবাণুর আক্রমণ। সারা বিশ্বে পাঁচ মাস বয়সী শিশুদের মৃত্যুর শতকরা ১৬ ভাগের জন্য দায়ী এই রোগ।
বাংলাদেশেও এই রোগে আক্রান্ত হয়ে শিশুমৃত্যু ঘটে থাকে। অপুষ্টি, সংক্রামক রোগে আক্রান্ত, রোগপ্রতিরোধ ক্ষমতা কম, জন্মগতভাবে হৃদযন্ত্র বা ফুসফুসের রোগে আক্রান্ত এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুরই নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি।
এই রোগের সাধারণ উপসর্গ হলো মাঝারি থেকে তীব্র জ্বর, কাশি, শ্বাসকষ্ট, খাওয়া বন্ধ করে দেওয়া ইত্যাদি। শারীরিক উপসর্গ যেমন, শিশুর বিরক্ত হয়ে থাকা, নাকের ছিদ্র বড় বড় করে শ্বাস নেওয়া, গড়গড় আওয়াজ করা, অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যাওয়া ইত্যাদি।
এছাড়াও শিশুর বুক ভিতরের দিকে চেপে যাওয়া বা হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়াও নিউমোনিয়ার প্রধান উপসর্গ।
এই লক্ষণগুলো দেখা দিলেই বুঝতে হবে যে শিশুর নিউমোনিয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।