কৈশোরে মানুষের পরিপূর্ণ পরিপক্কতা থাকে না বলে মনে করেন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ হাবিবুর রহমান সজীব। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি কিশোর-কিশোরীদের পরামর্শ দিয়ে বলেন, এই বয়সে বিভিন্ন সামাজিক দক্ষতা যেমন বিপদে নিজেকে রক্ষা করা, না বলা বা নিজেকে প্রকাশ করার সক্ষমতার ঘাটতি থাকে তাই সিদ্ধান্ত গ্রহণে অতি সতর্কতা অবলম্বন করা দরকার।
Published : 19 May 2024, 04:32 PM
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।