‘যারা শীতার্তদের নিজের ব্যবহৃত বা নতুন পোশাক দিতে চান, তারা মানবতার দেয়ালের হ্যাঙ্গারে পোশাক রেখে যান এবং যাদের শীতের পোশাক প্রয়োজন তারা এই দেয়াল থেকে সংগ্রহ করতে পারবেন।’
Published : 24 Dec 2023, 06:06 PM
বরগুনার বেতাগী উপজেলায় অসচ্ছলদের শীতের পোশাকের জন্য মানবতার দেয়াল তৈরি করেছে গ্রিন পিস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি দেয়ালে স্থাপন করা হয়েছে এই মানবতার দেয়াল।
যারা শীতার্তদের নিজের ব্যবহৃত বা নতুন পোশাক দিতে চান, তারা মানবতার দেয়ালের হ্যাঙ্গারে পোশাক রেখে যান এবং যাদের শীতের পোশাক প্রয়োজন তারা এই দেয়াল থেকে সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্থাপিত মানবতার দেয়ালে লেখা আছে ‘আপনার প্রয়োজনীয় বস্তু এখান থেকে নিয়ে যান।’ নিচে লেখা রয়েছে ‘দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না।’
সেখানে দেখা যায়, দেয়ালের গায়ে লাগানো হ্যাঙ্গারে ঝুলছে শার্ট, শীতের কাপড়, গেঞ্জিসহ বিভিন্ন পুরনো পোশাক। অসচ্ছলরা তাদের পছন্দ মতো পোশাক নিয়ে যাচ্ছেন।
মানবতার দেয়াল স্থাপনের কাজটিকে স্বাগত জানিয়েছে স্থানীয় সব শ্রেণি পেশার মানুষ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরুণ তরুণীর এই উদ্যোগকে স্বাগত জানাই, এমন উদ্যোগ বদলে দিবে এই সমাজ।”
রিকশাচালক কুদ্দুস হাওলাদার নিজের জন্য শীতের কাপড় নিচ্ছিলেন। এসময় হ্যালোকে তিনি বলেন, “ভাই, গরিব মানুষ, তাই কিনতে পারি না। আবার মাইনষের কাছ থেইক্যা হাত পাইত্তা নিতেও শরম লাগে। যারা এই কাম (ব্যবস্থা) করছে, তারা খুব ভালা মানুষ। আল্লাহ হেগো ভালা করুক।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।