"জ্বর হইছে চার-পাঁচদিন। চিকিৎসা মোটামুটি ভালোই দিচ্ছে৷ শরীরটা মোটামুটি আগের চেয়ে ভালো আছে।"
Published : 20 Jul 2023, 09:30 PM
পটুয়াখালীর বাউফল উপজেলায় অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত কুমার সাহা।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, হাসপাতালে ৩৪ জন ভর্তি হলেও বাড়িতে ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে আরও অনেক রোগী চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে আক্রান্ত রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে এসেছে ১৭ বছর বয়সী মোহাম্মদ তামিম। গায়ে জ্বর নিয়ে চার দিন আগে সে হাসপাতালে ভর্তি হয়।
তামিম বলছিল, "জ্বর হইছে চার-পাঁচদিন। চিকিৎসা মোটামুটি ভালোই দিচ্ছে৷ শরীরটা মোটামুটি আগের চেয়ে ভালো আছে।"
নাহিদা বেগম নামে আরেক নারী এসেছেন ছেলেকে নিয়ে।
তিনি বলেন, "ছেলের জ্বর আসার পর আজ হাসপাতালে নিয়ে আসছি। এখন ডেঙ্গু ধরা পড়ছে। তাই এখন ভর্তি আছে।"
শাজেদা বেগম নামে ৪৫ বছর বয়সী আরেক রোগী বলেন, "এক সপ্তাহ ধরে থেমে থেমে জ্বর উঠছিল। এরপর হাসপাতালে এলে ডেঙ্গু ধরা পড়ে। আজ চারদিন ধরে ভর্তি রয়েছি। এখন মোটামুটি সুস্থ।"
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা আঁখি বেগম বলেন, "ভর্তিকৃত সব রোগীই মোটামুটি সুস্থ আছে৷ তাদের প্রয়োজনীয় সেবার পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে৷ এছাড়া সবার জন্য মশারির ব্যবস্থাও করা হয়েছে।"
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।