'আয়োজনকরা জানান, হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা ও গ্রামবাসীদের বিনোদনের উদ্দেশ্যেই এই খেলার আয়োজন করেছেন তারা।'
Published : 24 Apr 2024, 06:49 PM
এক সময় গ্রাম বাংলায় লাঠি খেলার অনেক প্রচলন ছিল। বর্তমানে আগের মতো তেমন প্রচলন না থাকলেও, কিছু কিছু জায়গায় এখনো টিকে আছে ঐতিহ্যবাহী এই খেলাটি।
সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলী গ্রামে লাঠিখেলার আয়োজন করা হয়। খাদুলী মানবসেবা উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি একটি সংগঠন ঈদের দ্বিতীয় দিন এই খেলার আয়োজন করে।
আয়োজনকরা জানান, হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা ও গ্রামবাসীদের বিনোদনের উদ্দেশ্যেই এই খেলার আয়োজন করেছেন তারা।
লাঠি খেলায় ছোট দুই শিশুর অংশগ্রহণ উপস্থিত দর্শকদের নজর কাড়ে। দূর্লভ এই খেলা উপভোগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় দর্শকদের।
হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলাটির নিয়মিত আয়োজন দেখতে চান গ্রামবাসীরা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।