বাতিল জেএসসি: কী বলছে শিক্ষার্থীরা (ভিডিওসহ)

পড়ার চাপ কমেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

নতুন শিক্ষাক্রম থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের পর পড়ার চাপ কমেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

সম্প্রতি রাঙ্গামাটি জেলার ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পরীক্ষা বাতিলের অনুভূতি জানতে চাইলে আদর্শী চাকমা নামের এক শিক্ষার্থী বলে, "জেএসসি পরীক্ষা বাতিল হওয়ার কারণে আমি অনেক খুশি হয়েছি কারণ অনেক চাপ কমে গেছে।"

তবে জেএসসি পরীক্ষা বাতিল হওয়াতে খারাপ লেগেছে মিয়ইচিং মারমা নামের এক শিক্ষার্থীর৷

সে হ্যালোকে বলে, "পঞ্চম শ্রেণিতেও আমাদের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ভেবেছিলাম অষ্টম শ্রেণিতে উঠার পর জেএসসি পরীক্ষায় ভালো করে দেব। তা না হওয়ায় খারাপ লাগছে।"

সুবর্ণা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলে, "জেএসসি পরীক্ষা হবে না বলে মন প্রচণ্ড খারাপ আমার। কারণ ছোট থেকে জেনে আসছি জেএসসি পরীক্ষা হয়। আমি প্রিপারেশন নিয়েছিলাম জেএসসি পরীক্ষার জন্য, মানে ভালো নম্বর নিয়ে পাশ করব, এখন পারব না। তাই জেএসসি বাতিল হওয়ায় আমার মন খারাপ।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: রাঙ্গামাটি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com