সংসার ‘চলে না’, কুড়িগ্রামে কিশোরীর বিয়ে

“আমার স্বামী-ছেলে কেউ নাই। আমি জমিতে ও বাড়িতে কাজ করি। কীভাবে মেয়েগুলাকে পড়াব। অভাবের কারণে অল্প বয়সে বিয়ে দিয়েছি। ”
সংসার ‘চলে না’, কুড়িগ্রামে কিশোরীর বিয়ে

প্রতিনিধিত্বশীল ছবি

অভাবের কারণে মেয়েকে বাল্যবিয়ে দেন কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেট এলাকার এক নারী।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন ৩৫ বয়স বয়সী এই নারী।

মাছ ধরে ও জমিতে কাজ করে সংসার চালালেও, অভাবের কারণে দুই মেয়ের কাউকেই পড়াতে পারেননি এই নারী। বাধ্য হয়ে বড় মেয়েকে বাল্যবিয়ে দেন।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই নারী বলেন, “আমার স্বামী-ছেলে কেউ নাই। আমি জমিতে ও বাড়িতে কাজ করি। কীভাবে মেয়েগুলাকে পড়াব। অভাবের কারণে অল্প বয়সে বিয়ে দিয়েছি। ”

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com