হাফিজা ২০১৯ সালে পাঁচ একর জমিতে বিভিন্ন জাতের ছয় হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেন।
Published : 29 Aug 2023, 07:07 PM
বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই। তাদেরই একজন নেত্রকোণার আটপাড়ার টেংঙ্গা গ্রামের গৃহিনী হাফিজা আক্তার।
হাফিজা ২০১৯ সালে পাঁচ একর জমিতে বিভিন্ন জাতের ছয় হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেন। এতে তার খরচ হয় ১২ লাখ টাকা।
চারা রোপণের দুই বছর পর তার বাগানে ফল আসতে শুরু করে। এ বছর তিনি ৫০ লাখ টাকার ড্রাগন ফল ও চারা বিক্রি করেছেন।
তিনি জানান, প্রাকৃতিকভাবে উৎপাদিত কেঁচো সার ব্যবহার করায় ফলের আকার ও গুণগত মান ভালো হয়েছে। এপ্রিল মাসে গাছে ফুল আসে এবং জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ফল আহরণ করা যায়।
হাফিজার বাগানে অনেকের কর্মসংস্থান হয়েছে। আর্থিকভাবে লাভবান হওয়ায় তার দেখাদেখি অনেকেই ড্রাগন ফলের চাষ করছেন।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা; নেত্রকোণা।