'টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে শিশুদের হাতে সনদপত্র তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।'
Published : 25 Jan 2024, 05:38 PM
টাঙ্গাইলে তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে শিশুদের হাতে সনদপত্র তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদে। সঞ্চালনায় ছিলেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ সম্পাদক হাসান বিপুল।
কর্মশালায় ১৯ জন শিশু সাংবাদিক অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: টাঙ্গাইল।