আগ্রহ থাকলেও কৃষি বিষয়ক জ্ঞান লাভের সুযোগ হতো না মেয়ে শিক্ষার্থীদের।
Published : 08 Aug 2023, 08:16 PM
একটা সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে 'কৃষি শিক্ষা' ও 'গার্হস্থ্য বিজ্ঞান' নামে দুইটি আলাদা বই অন্তর্ভুক্ত ছিল। দেখা যেত ছাত্ররা কৃষি শিক্ষা আর ছাত্রীরা গার্হস্থ্য বিজ্ঞান পড়ত।
আগ্রহ থাকলেও কৃষি বিষয়ক জ্ঞান লাভের সুযোগ হতো না মেয়ে শিক্ষার্থীদের। অন্যদিকে গার্হস্থ্য বিজ্ঞানে আলোচ্য বিষয় থেকে বঞ্চিত হতো ছেলে শিক্ষার্থীরা।
অবশেষে নতুন পাঠ্যক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য 'জীবন ও জীবিকা' নামের অভিন্ন বই প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
অভিন্ন নতুন এই বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। এই বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় কয়েক শিক্ষার্থীর। তারা জানায়, নতুন এই বইয়ের মাধ্যমে তারা গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা দুইটি বিষয়ই এক সঙ্গে শেখার সুযোগ পাবে।
নুসরাত জাহান নামে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী হ্যালোকে বলে, ''নতুন কারিকুলামে জীবন ও জীবিকা বইটি পেয়ে আমি খুব খুশি।"
সাদিক নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ''জীবন ও জীবিকা বইটি আমার খুব ভালো লেগেছে। বইটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি।''
তৈয়বা ইসলাম তৃপ্তি নামের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থী হ্যালোকে বলে, ''আগে আমাদের বিদ্যালয়ে নিয়ম ছিল মেয়েরা শুধু গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে পড়বে। কৃষি শিক্ষা শেখার কোনো সুযোগ ছিল না। এখন জীবন ও জীবিকা বইটিতে সব কাজ শিখতে পারছি।"
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।