‘ক্লিন আপ ক্যাম্পেইন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে গ্রিন পিস নেটওয়ার্ক নামের একটি সংগঠন।
Published : 02 Jan 2025, 08:21 PM
রংপুরের কাউনিয়া রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে একদল স্বেচ্ছাসেবী।
‘ক্লিন আপ ক্যাম্পেইন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে গ্রিন পিস নেটওয়ার্ক নামের একটি সংগঠন।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে শুরু হয় এই কর্মসূচি, যা চলে প্রায় তিন ঘণ্টা।
এসময় সংগঠনের সদস্যরা স্টেশনে অপেক্ষারত যাত্রীসহ আশপাশের মানুষের কাছে ডাস্টবিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরে।
আয়োজকেরা জানায়, পরিবেশ দূষণরোধে সবাইকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: কুড়িগ্রাম।