Published: 2021-01-22 17:52:56.0 BdST Updated: 2021-01-22 17:54:31.0 BdST
বছরের প্রথম দিন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে।
রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মামুন হোসেন বলেন, “নতুন বছরের বই পেয়ে সত্যিই খুবই আনন্দিত আমরা।”
আরেক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলে, “নতুন বই বছরের প্রথমদিনেই স্বাস্থ্যবিধি মেইনটেইন করে দেওয়া হচ্ছে, এতে আমরা সবাই খুব আনন্দিত।”
মহামারির মধ্যে যথা সময়ে প্রায় চার কোটি ১৭ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছে সরকার।
আপাতত সরকারের নির্দেশে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হচ্ছে না ক্লাস। তবে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে করোনাকালীন এই সময়ে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠিত হয়নি জেএসসি, পিইসি ও এইচএসসি পরীক্ষা।
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।