’ভবিষ্যৎ ইচ্ছে সম্পর্কে সোহাগ হ্যালোকে জানায়, সে পুলিশ হতে চেয়েছিল।’
Published : 26 Feb 2024, 06:22 PM
বড় হয়ে পুলিশে চাকরি করার ইচ্ছে থাকলেও কখনো স্কুলে যাওয়া হয়নি সোহাগ নামের এক শিশুর। পরিবারের আর্থিক দৈন্যতা ঘোচাতে ফেরি করে বাদাম বিক্রি করে সে।
তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। নিজের ও পরিবারের অর্থের জোগান দিতে বাদাম বিক্রি করে ১৫ বছরের এই শিশু।
জানা যায়, জন্মের এক বছরের মাথায় বাবা মা দুইজনকেই হারায় সোহাগ। এখন সে বড় বোনের সঙ্গে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গা গড়া গ্রামে থাকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহাগ জানায়, পড়াশোনা করার ইচ্ছে থাকলেও স্কুলে যাওয়ার সুযোগ হয়নি তার।
ভবিষ্যৎ ইচ্ছে সম্পর্কে সোহাগ হ্যালোকে জানায়, সে পুলিশ হতে চেয়েছিল।
পুলিশ সদস্য হওয়ার স্বপ্ন থাকলেও, সোহাগ ধরে নিয়েছে তার এই স্বপ্ন হয়ত পূরণ হবে না।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।