হেমন্তের ভোরে ধানক্ষেত যেন শিশির আর মাকড়সার জালের মিলিত ছন্দে সেজে উঠেছে। ছবিটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া গ্রাম থেকে তোলা।